নাট্য-নাটিকায় দেবাশীষ মণ্ডল (পর্ব – ৫)

ভেক করোনা

পঞ্চম দৃশ্য

(বামুনের বাড়ি। বামুন বলতে থাকে।)

বামুন।কাজ!কাজের নিকুচি করি। আমার চাই রোজগার।পূজা,পার্বন করতে বলে জজমান গুলো কে ভয় দেখায়ে আমাকে রোজগার করতেই হবে রোজগার।না হলে খাব কি?
(বাউন্ডুলে এসে বলে)

বাউন্ডুলে।কেন ল-ব-ন জল।হজম ,বদ হজম সব হজম হয়ে যাবে এই ল-ব-ন জলে। তাই তো বুবু আমার কাছে নাই অন্য জল। আমার কাছে আছে বুবু ল-ব-ন জল।

বামুন।গঙ্গা জল রাখ হতভাগা।এই ল-ব-ন জল কেউ কিনবে নাই ! মানুষ মদ কিনে খাবে, কিন্তু ঐ লবন জল কিনে কেউ খাবে নাই।আর শুন প্রতি বৃহস্পতিবার দিন ঘরে গঙ্গা পূজা করা। ফল ভালো পাবি।দেখ কত কিছু ফেরিওয়ালায় ফেরি করে ,কিন্তু গঙ্গাজল কেউ ফেরি করে কি?

বাউন্ডুলে।হ বটে ত গঙ্গাজল বিক্রি করতে কেউ আসেনা!না তুমার মাথায় ব্রেন আছে।তবে বামুন মশাই অত গঙ্গাজল পাবো কোথায়!

বামুন।কেনে রে গঙ্গাজল ,গঙ্গা থেকে পাবি।

বাউন্ডুলে।কিন্তূ গঙ্গা তো বহুদুর ,বাবা বলেছিল।অত জল কিসে করে আনবো!

বামুন।কেনে ড্রামে করে আনবি।ঐ গোলায় ঝুলিয়ে।

বাউন্ডুলে।হ ঠিক বলেছো।(মাথা চুলকে) কিন্তু গোলায় ঝুলিয়ে আনবো যদি দড়ি টে ছিঁড়ে যায় ড্রামের ভারে।তবে কি হবে!

বামুন।কচু হবে ।তার জন্য তো গঙ্গা পূজা করাতে বলছি রে।গঙ্গা দেবীকে সন্তুষ্ট করে এ ফেরির কাজে নামতে হবে।গঙ্গানঙ পবিএঙ।মানে গঙ্গা পবিএ,বাকি সব ………..

বাউন্ডুলে।হুলো, মদনা,কেল্টে,ওয়ারা সব।তবে বামুন মশাই যাই বল গঙ্গা তো মেয়ে মানুষ বটে।ছবিতে দেখেছি।তবে পবিএ কেন হবে!হ পবিএর বউ হলে আপত্তি নাই।

বামুন।দুর বোকা সে কথা বলিনেয়।তুই মুখ্যু,সুখ্যু ছেলে এই সব বুঝবিনে।আমি পন্ডিত মানুষ সব জানি।তুই যা পূজার জোগাড় কর,এই বৃহস্পতিবার পূজা টা করি দিব।যা যা দেরি করিসনে।

বাউন্ডুলে।হ যায়, বাবা কে বলি সব কথা।যাই গো টা টা,বাটা, জোয়ার, ভাটা,চলা,হাঁটা।এখন আসি।(কত দুর গিয়ে ফিরে এসে বলে)শুনো সবাই শুনো কান মলে শুনো না মানে কান খুলে শুনো।আমি বাউন্ডুলে আর লবন জল নিয়ে ঘুরবো নাই এখন থেকে আমি গঙ্গাজল নিয়ে ঘুরবো।তাই বলি-আমার কাছে নাইকো বুবু ল-ব-ন জল, আমার কাছে আছে বুবু গঙ্গা -জল, গঙ্গা-জল।

( চলে যায়)
বামুন।হেঃ হেঃ হেঃ গঙ্গাজলে গঙ্গাপূজো। এদের এভাবে একটা একটা করে বারের পূজা করাতে না পারলে আমার চলবে কি করে। সোমবার থেকে রবিবার আর রবিবার থেকে সোমবার প্রত্যক দিন হোক আমার রোজগার বার।না না না পূজার বার।হেঃ হেঃ হেঃ ফিচিক,হিচিক।

(ফ্রিজ হয়। আলো নিভে)

ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।