|| T3 নববর্ষ সম্ভারে || আবদুর রাজ্জাক

আমার ডানা ছিলো না, ডানা ছিলো না
আমাকে স্বচ্ছ করেছো তুমি শাদা কুয়াশার মতো——
অন্তিমে একদা তোমার ছায়ার ভেতরে
উড়েছিলো সাধ,
স্মৃতির ওপারে নদী, এপারে খেয়াঘাট, মাঝি মল্লারহীন,
নৌকা ছিলো নিতান্ত পালহীন, ভাঙা গলুইটা ময়ূরীর মতো,
ইচ্ছে করে স্বচ্ছ হয়ে যাই আসমানি বৃক্ষের ছায়ায়।
রাশি রাশি মেঘ, সারি সারি বৃক্ষ, পাতাহীন জল উড়ে যায়,
দেখতে পাইনে। তোমাকেও না।
তুমি কুয়াশার মতো শাদা, ঝাপসা, তোমাকে ভাববো——
দেখবো, বাধা দেবে কে!
মমতা ঘন হয়ে এলে তোমাকে পাওয়া যায়, রহস্য যা-ই হোক,
সামনে উত্তপ্ত বৈশাখ, আজ চৈত্রের শেষ রজনী।
বপনকৃত চারাগাছগুলো খুব খরায় কাতর,
ইরাশা মুদ্রিত একটি বিকেল কি তোমাকে উপহার দিইনি?
দুটি রঙ্গীন বেলুন, শোলার পাখি, মাটির টমটম….
ইত্যাদি ইত্যাদি।
মানুষ না থাক ভালোবাসা থাকে, স্মৃতির শ্লোক থাকে,
বেলাশেষের গল্প থাকে, তবুও আশাহত ফল পাকে না কোনো।
স্বপ্ন থাকে, বুকের ভেতরে রাখা একটি কুহকের মতো।