T3 || বর্ষ শেষে বর্ষবরণ || সংখ্যায় শান্তা বন্দ্যোপাধ্যায়

নববর্ষ
প্রতি নববর্ষ নবরূপে
আসে নতুন আশা নিয়ে,
দুঃখ কষ্ট জরা জীর্ণ
সবকিছু দূরে সরিয়ে।
১লা বৈশাখ নববর্ষের প্রথম দিন
হালখাতা পৃজাপার্বণে মাতে বাঙালীর দিল,
প্রভাতের সৃর্যস্নাত উৎসবপ্রিয় বাঙালী
সর্বত্র ধরা দেয় আনন্দময় থালি।
মণ্ডামিঠাই থেকে নানাবিধ রসনা
ভোজনরসিক বাঙালীর জমিয়ে খাওয়া।
জমিয়ে আড্ডা, জমিয়ে ঘোরা
আনন্দে কেটে যায় সারা দিনটা।
সারা বছর ভাল কাটুক
এই মোদের প্রার্থনা,
নতুন ইচ্ছা নতুন উদ্যম
পূর্ণ করুক সবার বাসনা।