T3 || বর্ষ শেষে বর্ষবরণ || সংখ্যায় রীতা পাল

নতুন দিন
তবুও আমি তোমার কথা লিখব
দহন দুপুরে পুড়তে পুড়তে
কৃষ্ণচূড়া ভালোবাসব ।
মাছরাঙার অপলক চোখে
অসংযমের প্রেম আঁকব
থরথর সব কিশলয়ের বুকে
নতুন কবিতা লিখব,
আমি তোমাকেই ভালোবাসব।
স্বর্ণচাঁপার রেণু গায়ে মেখে
ভ্রমরের গান শুনব
ঝড়কে আমার মিতালি করে
জীবনের জয়গান গাইব।
রক্ত করবীর বিদায় বেলায়
পালতোলা সব মেঘের ভেলায়
উড়বে শিমুল,উড়বে বিষাদ
ভুলে যাব সব দুঃখ বিবাদ।
পুরাতন সব দিনলিপি যত
ভাসিয়ে দেব পদ্ম পাতার মত
আমি তোমাকেই ভালোবাসব ।
রুদ্র পলাশের ললাটে চুম্বন
জীবন স্বপ্নময়
এসেছে বৈশাখ,জেগেছে প্রাণ
নতুন সূর্যোদয়।