প্রবাসী মেলবন্ধনে আবদুল বাতেন (নিউইয়র্ক)

তুমি আমার
তুমি আমার
ঘুম পালানো সারা রাতের এপাশ ওপাশ করা
বালিশে ব্যাকুল মাথা রেখে ভীষণ গলা ধরা
তুমি আমার
মাইগ্রেন, বমি বমি যখন তখন ঝাঁপিয়ে পড়া জ্বর
বাসন্তী বিকালে বায়ুর ঘুংঘুরে কলিজা করা ধড়ফড়
তুমি আমার
শূন্যতার ছড়াছড়ি, পিপাসা প্রবল মরুভূমি
রাতদুপুরে আর্তচিৎকার, ভিটা ভাসা সুনামি
তুমি আমার
জল্লাদ, জায়গা করে বুকের স্বপ্নহত্যা যত
বেঁচ থাকার মত মিথ্যা, মৃত্যুর মত সত্য।