কবিতায় পদ্মা-যমুনা তে আলতাফ হোসেন উজ্জল

নৃপতি আদেশ
স্পৃহা জাগানোর চেষ্টা অবিরতি
নেতা
সূর্য সূত্রে উল্লেখিত দ্বিঘাত
চক্র ;
সক্রিয় ভূমিকা সমাজের
উচ্চবর্গের সেবার নীতিমালা
সৃষ্টি করে, প্রিয় পাঠকবৃন্দ হয়
যেন হতভম্ব।
যাদের হৃদয়ে কোনো
প্রেম নেই-প্রীতি নেই-করুনার
আলোড়ন নেই,
তাঁরাই বিচারকার্য মানবতার
ধারক,
বলে যাচ্ছে উন্মাতাল;
সময়ে ভবিষ্যতে যেন তাঁরাই
ধারক ও বাহক ;
এমনই বুনিয়াদি কোর্স
মতিকন্ঠে তাঁর,
পৃথিবী সাদাসিধা জীবনযাত্রায়
অভ্যেস্ত, মানুষকে করে দেয়
অচল,
যাদের গভীর আস্থা আছে,
আজো মানুষের প্রতি,
তাঁরাই নির্লিপ্ত এখন!
মহৎ সত্য বা রীতি,
কিংবা শিল্প অথবা সাধনা শকুন,
অবশিষ্টাংশে শেয়ালের খাদ্য আজ,
তাদের হৃদয়।