সাতে পাঁচে কবিতায় কাশীনাথ মণ্ডল

দ্যুলোকের সঙ্গে
প্রাচীন ক্যানভাসে অধিক বিশ্রাম
একটি মিডনাইট সামার আঁকা আছে অতি বিবর্ণ
তবে কি নৈসর্গিক ঘুম পাতার ভিতরে
পরাগ ও পাপড়ি মুড়ে থাকে
যেভাবে ঘুমন্ত গাভীর নিসর্গ অতি ধীর অতি ধীর বহিছে
আমার চোখ নাক কান শূন্য আভরণ
এই সংসর্গে একটি রবার্ট ফ্রস্ট টেবিলে সাজানো
তাই খালি স্যাম্পেনের বোতল এবং জ্যোৎস্নার সূক্ষ্ম ভ্রু আঁধারে মিলায়
গতকাল সহস্র নির্জন মূর্তি আমাকে ভর করেছে
একটি সেলুলয়েডে কাচ ও মেটালিক গদ্যের বহর
আঁধারে লুনার স্পেস এবং গোলক দণ্ড ঘোরে
কত লুম্পেন ভিতরে ভিতরে মেসপটেমিয়ার ছবি
কত ধর্ষক নিরুদ্দেশে হেমলক ধারণ করেছে
কোথাও মধ্যযুগীয় গরাদ এবং উট সারি সারি
কোথাও ক্রেয়নের ভাঙা দাঁত পিয়ানো ছুঁয়েছে
আমি জগতের সঙ্গে একটি ফসিল ও ভায়োলীন জুড়ে দিয়েছি