ফার্স্টস্টপ

ধর্মাধর্ম
ধর্মনিরপেক্ষতায় ধর্ম শব্দ ব্যবহার করা হয় কেন !!!
আর ধর্ম নিজেই কখনও নিরপেক্ষ নয়। ধর্ম রক্ষতি রক্ষিতঃ — ধর্ম তাকেই রক্ষা করে যে ধর্মকে রক্ষা করে। ধর্ম ধার্মিকের পক্ষেই থাকে, আছে এবং থাকবেও। কোনও ভোগী বা ভোগবাদী ব্যক্তির কাছে যেকোনো বিষয়েই নিরপেক্ষতা আশা করাই হল সোনার পাথর বাটি। আমিত্ব বিসর্জন না করলে নিরপেক্ষতা আসে না। যা সর্বসাধারণের পক্ষে অসম্ভব। অন্যকারো পক্ষ না নিলেও নিজের পক্ষ সে নেবেই। এ নিরপেক্ষতা নয়, এ আপেক্ষিকতা।
মানলে মান(অহং) যায়। তাই মানাটা বড় প্রয়োজন। না মানলে মানকচু ‼️