সাহিত্য ভাষান্তরে বাসুদেব দাস

যখন তোমার চোখে স্বগ্ন দেখি
মূল অসমিয়া থেকে বাংলা অনুবাদ
যখন তোমার চোখে স্বপ্ন দেখি
রাত নীলাভ হয়ে ওঠে । আমি যেন যেতে থাকি
অন্ত হীন নির্জনতার মধ্য দিয়ে । কী খতু এখন?
আমার ঠোটে উদাস আকুল গান । পাতা খসে
ধুলো উড়ে। মৃতেরা অঙ্গুলি নির্দেশে দেখিয়ে দেয়
নির্জন কবরের সবুজের দিকে। কেউ নেই
এই নীরব নিস্ত বধ ঝরণার পাশে। দাও দাও
আমাকে দাও সেই স্বপ্নের সম্মোহিনী।
ভেসে । আমার সামনে নিঃশব্দে কীদে একটি ভাঙ্গা নৌকা
একটি মৃত নদী ।