T3 || বিশ্ব কবিতা দিবস || সংখ্যায় বিজয়া দেব

স্থিরচিত্র

১|
পুরো গোলোকটা সাতবার ঘুরে এল
যখন,
রান্নাঘরে ধোঁয়া উঠছিল।
রান্নার সুবাসে তখন
কিছু মানুষ বুঁদ হয়ে আছে।

২|
এক সরুমুখো
বনবিড়ালের মত এক প্রাণী পাঁচতলা ফ্ল্যাটের
দেয়াল বেয়ে ছাদে উঠে দেখল কিছু মানুষ মদ্যপানে রত।
কেউ বা যৌন- মুদ্রায় স্থিরচিত্র হয়ে আছে।

৩|
যখন আরণ্যক লিখছিলেন
বিভূতিভূষণ,
তখন বৃক্ষলতা গুল্মের
ছায়ানিবিড়তার স্বপ্নে
শুধু লেখকই বুঁদ ছিলেন।

৪|
অবনী কি বাড়ি
ছিল?
অবনীর বাড়িতে অবনীকে
খুঁজে ফেরে আত্মমগ্ন কবি
এই “কবিতাদিবসে”।

ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।