T3 || বিশ্ব কবিতা দিবস || সংখ্যায় অমিতা মজুমদার

শিরোনামহীন
আমাদের জমানো কথাগুলো শিমুল তুলো হয়ে ভেসে বেড়ায় বাতাসে,
আমাদের দেখা স্বপ্নগুলো গিয়ে মিলেছে রঙীন মেঘের সাথে আকাশে।
আমাদের একসাথে চলা সুখ দুঃখের স্মৃতিগুলো,
এখন শুধুই স্টোর রুমে জমে থাকা ধুলো।
আমাদের সোনালী সময়ের সেই সব দিনরাত্রি
পুরোনো কাগজের বিজ্ঞাপন চিত্রের রঙচটা পাত্র পাত্রী।
মহাকাল চক্রের একপারে তুমি,
অন্যপারেতে একাকী নিঃসঙ্গ আমি।
অন্তিম প্রহরে এসে ঘোলাটে চোখে,
অহেতুক খুঁজে ফেরে তোমাকে।
মন এক অলীক আশা নিয়ে ভেসে চলে,
জীবন নদীতে এলোমেলো হাওয়ায় পাল তুলে।