T3 || বিশ্ব কবিতা দিবস || সংখ্যায় আদিত্য সেন (সৌম্য গাঙ্গুলী)

নিজেকে লেখা চিঠি
দিন যায়, রাত যায়, সময় যায়
পুরোনো কিছু পেন্সিলে লেখা আবছা হয়ে গেছে ছিন্ন ছেঁড়া আমারই চিঠি।
সময়টা বেশিদিনের নয়
হাসি মুখে ভালোবাসা বিক্রি করেছিলাম।
অসম্ভব কে সম্ভব করতে চেয়েছিলাম।
জানতাম না এটা বিক্রি হয়েছে
তাই হাসিটা সর্বক্ষন নিজের কাছেই সীমাবদ্ধ ছিল।
দোষটা নিজের
“পুরোনো কিছু স্মৃতির আড়ালে প্রেম সঞ্চার করছিলাম,
সত্যি বাস্তব টা এতো জরাজীর্ণ
ভালোবাসার জোয়ারে কৃত্রিম হাসিতে মনের একচিলতে হৃদয়ে বীজ বপন করেছিলাম”
বুঝতে পারিনি অনুর্বর ছেঁড়া পাতাতে পুরোটাই
খাদ….
যখন নীলিমা সমান
বাস্তবটা তখন জীবন দর্শনের রূপকথার আরেক নাম।…