T3 ক্যাফে হোলি স্পেশাল এ তপোব্রত মুখোপাধ্যায়

অঘোরপলাশ
হ্যাঁ হে মানুষ, তুমি পারো, পারো
ঠেলে সরিয়ে দিতে, ঈশ্বরী হাত, দম্ভভরা
আলোর পুরুষ ফাগুন হাওয়ায় থমকে গেলে
এড়িয়ে গিয়ে ফিরে দেখে অট্টহাস্য, তুমি পারো
হ্যাঁ হে মানুষ, রঙের যত আলো আছে, আলোর
যত রঙের ধনু ছাদনা জুড়ে ছড়িয়ে থাকে,
সেসব তুলে মাথায় করে তাথৈ নাচন
অন্ধকারের ঘোরের গায়ে পলাশ প্রলেপ,
তুমিই পারো…
একলা তবে আগুন জ্বেলে মরার সুখে অসুখযাপন
শান্তিরঙের পাতার উপর চামড়া পোড়া অঘোরসাধন
বন্ধ করো, বন্ধ করো…