T3 ক্যাফে হোলি স্পেশাল এ জলি ঘোষ

বসন্ত উৎসব
খেলবো হোলি খেলবো হোলি
আজ খুশিতে সবে মিলি।
হোলির আবিরে হবো যে লাল,
দখিনা বাতাস আজ বেসামাল।
কিশলয় সাজে নবপল্লবে,
খেলো হোলি হিংসা ভুলে সবে।
কুহু কুহু কোকিল গায় উল্লাসে,
প্রেমের কুহুতান ভাসছে বাতাসে।
বসন্তে রাঙা শিমুল পলাশ,
ভরায় মনের ফাল্গুনী আশ।
চলে যায় মন কিংশুক বনে
লাজে রাঙা রাধা কৃষ্ণ সনে।
বৃন্দাবনে ওঠে সাজ সাজ রব,
রাধাকৃষ্ণ মিলনে বসন্ত উৎসব।
নদিয়ার নবদ্বীপে আজ খুশির কলরব,
ঢোল করতাল কীর্তনে নাচে শত বৈষ্ণব।