কবিতায় পদ্মা-যমুনা তে আবুল খায়ের নূর

অনুভব
নিসর্গ অনুভূতি তেলহীন
পিদিমের মতই ক্ষীণ
ঢিপঢিপে নিভলো বুঝি,
তবুও মোরা হন্যে হয়ে
দৈন্যদশায় নিত্য তারে খুঁজি।
দেখা কি তার পাও?
শুধুই মিলে বাও
তাও যে দূষণ বিষাদে ভরা,
ঊষর হলো মাটি
চৌচিরে গেলো ফাঁটি
বাকীটা খেলো বিষম খরা।
আকাশ খেলো
প্রাণ ঘাতি দূষণ শূলে
আসছে সেও
ধেয়ে মনুষ্য কূলে,
মরলো ভরা নদী
জল হারালো গতি
নিয়ম ভাঙার বাণে
সেও বৈরী নেশার টানে
সব গেলো ভুলে।
জলে মিশলো বর্জ্য বিষ
পিত্ত নাশে দিচ্ছে শিশ
রুখবে তারে কে!
প্রাণ নিচ্ছে ঐ নিরব ঘাতে
কাঁপছে পৃথ্বি নিশি-প্রাতে
দুর্বার গতি সে।
পরজীবী অনুজীব
তারাও দিচ্ছে বিষম তাড়া
স্বাধীন চেতায় দিচ্ছে নাড়া
করলো গৃহ বন্দি,
করলো উজার
খেয়ে সাবাড়
মানছেই না কোন সন্ধি।
গোঁয়ার্তুমি আর কতো
বাচঁবেই হয়তো বছর শতো
তাই এত লাগাম ছাড়া,
খ্যন্ত দাও
ধুড়ুমধাড়ুম ফাও
এবার একটু পিছন ফিরে দাঁড়া।