মার্গে অনন্য সম্মান ইন্দিরা দত্ত (সেরা)

অনন্য সৃষ্টি সাহিত্য পরিবার
সাপ্তাহিক প্রতিযোগিতা পর্ব – ৭৮
বিষয় – বসন্ত
ফাগুনের রূপ
ফাগুন মাসে পলাশ হাসে ওই যে শিমুল বন,
আম্রমুকুল পুষ্পবকুল মাতে অলির মন।
কোকিল ডাকে গাছের ফাঁকে মিষ্টি মধুর সুর,
প্রকৃতির আজ অপরূপ সাজ নেই মিলনের দূর।
ফুলের শোভা মনোলোভা বাড়ায় আজি রূপ,
প্রেমের পরশ জাগায় হরষ ক্যামনে থাকি চুপ?
মলয় বাতাস দেয় যে আভাস আসছে বুঝি দোল,
রঙ মাখাবো ভূত সাজাবো বন্ধ দুয়ার খোল।
আগুন লালে পলাশে ডালে দেখে ভরে প্রাণ,
মধুমাসে ভেসে আসে হাজার ফুলের ঘ্রাণ।
দখিন বায়ে পরশ গায়ে বনবীথির সাজ,
ফুলে ফলে জলে-স্থলে লাগলো দোলা আজ।
শীতের শেষে ফাগুন এসে মন রাঙিয়ে যায়,
অলির দলে উড়ে চলে মধুর খোঁজে ধায়।
বসন্তে ওই মুগ্ধ যে হই দুরন্ত তার সাজ!
এলোচুলে পলাশ ফুলে গাঁয়ের বধূ আজ।
ফাগুন আসে ভালোবাসে প্রেমের পরশ চাই,
ভবের মাঝে সকাল সাঁঝে আনন্দ যে পাই।
রঙিন দিনে তোমার বিনে উদাস যে মোর মন ,
এলো ফাগুন লাগল আগুন ওই যে পলাশ বন।