দিব্যি কাব্যিতে কুণাল রায়
গোধূলির আলাপ
দ্বিপ্রহরের সমাপ্তি।
সন্ধ্যে নামছে,
পশ্চিমের আকাশে এক স্নিগ্ধতা,
গোধূলির আগমন!
দিনের এক সন্ধিক্ষণে,
তুমি এসে –
ফ্ল্যাটের বারান্দায়,
হাতে এক কাপ কফি বা চা,
জানা নেই আজও।
আলতো হাসি,
এক চুমুক!
উল্টো দিকের ছাদে ,
টবের কাজে ব্যস্ত সে,
হঠাৎ দেখে তোমায়,
ভীষণ ভালো লাগে!
এক সামান্য উন্মেষ মাত্র,
তবু কৌতুহল অপরিসীম!
সেই প্রথম আলাপ,
কথায় ছিল না যা,
শুধু চোখের ভাষায় এক ব্যক্ততা!
এক পর কেটে গেছে বহুদিন,
ছাদে অপেক্ষা,
দেখা নেই তোমার!
ভাবল –
এক অলীক কল্পনা!
প্রেম পায়নি তাঁর পরশ,
প্রণয় জানায়নি তাঁর আবেগ,
সীমাবদ্ধ থেকে গেছে,
শুধুমাত্র –
চোখের পরিভাষায়,
গোধূলির সেই আলাপ!!