কবিতায় পদ্মা-যমুনা তে এন এম রফিকুল ইসলাম

স্মৃতির যাঁতাকলে
যদি ক্লান্তি নামে চোখের পাতায়
তোমার পথ চেয়ে,
যদি তপ্ত বারী উপচে পড়ে কভু
কপোল দু’টি বেয়ে।
নাহয় আমি সামলে নেবো তাও
সেইতো তুমি চাও!
তুমি তোমার ভরা নদীর স্রোতে
ভাসাও ডিঙি নাও।
আমার বুকের মৃতপ্রায় এক নদী
যায় শুঁকিয়ে যাক,
চাওয়া পাওয়ার স্বপ্ন ছিল যতো
স্মৃতি হয়েই থাক।
আবার যদি বহে কভু শ্রাবণধারা
জল ছলছল জলে,
নয়তো সে নয় ভালবাসার গানে
স্মৃতির যাঁতাকলে।