T3 || নারী দিবস || সংখ্যায় রঞ্জনা বসু

নদী যেন নারী
ও মেয়ে, তোর শরীর ভিজেছে সারারাত ভোর
সবাই তখন ঘুমের ঘোরে বন্ধ ছিল যে দোর,
তোর ঠোঁটে আজ চুম্বনে ওরা রেখে গেছে বিষ
কেমন করে বইবি রে তুই এই জ্বালা অহর্নিশ?
আঘাত পেয়ে কষ্টে তোকে কাঁদলে মানায় না
শত বাঁধায় আস্তানা গড়া সহজ কথা তো না!
জল কিন্তু জেনে বুঝেই আছড়ে পড়েছে বুকে
জলের ঢেউ ব্যথার পাহাড় আপনি দেবে মুছে।
বিষন্ন সেই একলা মেয়ে নদীর কাছে এলো
আকাশ জুড়ে ছড়িয়ে আছে পূবের রাঙা আলো
নদী তখন আপন মনে যাচ্ছে বয়ে দূরে দূরে
জল বলে চল,নতুন দিনের আকাশটা নিই চিনে।