T3 || নারী দিবস || সংখ্যায় অনির্বাণ চ্যাটার্জি

মা কালীর দিব্যি
নারী দের কথা ভাবলেই
মা কালীর কথা মনে আসে কেন!
শিব যাঁকে বুক পেতে দিয়েছেন সংসারে
দুষ্টের দমনের জন্য, সংহারের জন্য
গলায় নরমুন্ডের মালা,দীর্ঘ কেশসম্ভার,রক্তাক্ত খড়্গ হাতে
জিভে এসে পড়ছে রক্তের ফোঁটা
আর কী অপরূপ শরীরের গঠন, ঈশ্বর্য
জীনস, টপ,নামকরা দোকানের কাঞ্জী ভরম ছাড়াই
রামকৃষ্ণ, বামাক্ষ্যাপা,রামপ্রসাদ, পান্নালাল থেকে শুরু করে জগৎ সংসারে কে না পাগল হয়
তাঁকে একবার দেখার জন্য !
শ্রী দেবী,অমিতাভ, করিনারাও তাঁর কাছে নস্যি
নারী নির্যাতনকারী,ধর্ষকরাও তাঁকে ভয় পায়
অমাবস্যার অন্ধকারে তিনি আসেন, পথে পথে ঘোরেন
অসৎডাক্তার,কনট্রাকটর, রাজনৈতিক নেতা, আই এ এস, আই পি এস, প্রতিষ্ঠানের ধামাধরা সাহিত্যিক,
ড্রাগের ব্যবসা করা ফিল্ম ষ্টার থেকে অসহায় সাধারণ মানুষ
মানুষ তাঁর কাছে যায় শুধু একটা জবা ফুলের জন্য?
হ্যাঁ নারী এমনই, বিপ্লবী মাতঙ্গিনী,প্রীতিলতা, ডিকাজিকামা, বেসান্ত, এমন কতোকতো
যেন মাঝরাতে বাজানো মালকোষের বন্দীশ
পরাধীন দেশের বিপ্লবীরা শপথ নিতেন মা কালীর নামে
শোনা ঐ রামপ্রসাদ গাইছেন, আমি মন্ত্র তন্ত্র কিছুই
জানি নে মা……