কবিতায় পদ্মা-যমুনা তে আবু আফজাল সালেহ

মনুষ্যবসতি ছেড়ে যাব

প্রেইরির তৃণভূমির কাছে যেতে চাই
যেখানে সবুজ আর সবুজ
যেখানে নীল-আকাশের নিচে মনখোলা বাতাস –
অবাক সূর্যোদয়।
এখানের সৃষ্টদাবানল কিছুই করতে পারেনা তৃণভূমির
দাবানলের সৃষ্ট বাষ্প তৃণভূমিকে বাঁচিয়ে রাখে, সতেজ করে
এই তৃণভূমির নলখাগড়ার আর ত্রিপত্রীর নিচে বিলীন হব।

প্রশান্ত মহাসাগরে হারিয়ে যেতে চাই
যেখানে সাগরের বিশালতায় হারিয়ে যায় নীলিমার বিস্তীর্ণতা
যেখানে ডলফিনেরা খেলে তিমির সঙ্গে –
ক্রাইফিস আর বিভিন্ন প্রাণ সাঁতার কাটে রঙিন ডানায়
যেখানে জীবন আর মৃত্যুর পার্থক্য হাঙরের চোয়াল।

কালাহারি মরুভূমির মধ্যে স্বর্গ সাভানা তৃণভূমি
সেখানে জেব্রাকে তাড়া করে চিতা
সেখানে জিরাফ আর ফ্লেমিংগোর বিচরণ –
এমন রোমাঞ্চকর তৃণময়দানের সৌন্দর্যে বিলীল হব
বিলীন হতে চাই।

সুপেয় বৈকাল হ্রদে থাকতে চাই কিছুদিন
ভরপুর অক্সিজেন নিয়ে অন্যত্র যেতে চাই
বরফে ভাসব, ডুবসাঁতারে জলক্রীড়া করব –
উদারতার আদবকায়দা শিখে নিতে চাই।

মনুষ্যবসতি বেহায়া হয়ে যাচ্ছে দিনদিন
এখানে সহমর্মিতা নেই, রোমাঞ্চ নেই, ত্যাগ নেই
এখানে হিংসা, অসততা–শুন্যে উড়াল
এখানে ফেরতের আশায় থাকে সবাই।

ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।