কবিতায় বলরুমে সায়নী ব্যানার্জী

ফেরিওয়ালা
সারাদিনের কোলাহল দুপুরে শান্ত হলে,
দূর থেকে ভেসে আসে ফেরিওয়ালার সুর l
সেই সুরের এক তীব্র আকুলতা-
এক ভীষণ অভিসারের টান-
শুনতে ইচ্ছা হলেও, এ ডাকে
সাড়া দিতে ভয় হয় l
সাহস করে একদিন জানলার পর্দা সরিয়ে দেখি, সে কণ্ঠ চিরে বলে যাচ্ছে –
ভালোবাসা নেবে গোওও…
ভালোবাসা আছে …
সেই সুর ধীরে ধীরে মিলিয়ে গেল l
কিন্তু, কেউই দরজা খোলার সাহস করলো না ll