কবিতায় পদ্মা-যমুনা তে দীপায়ন হোসেন

তুমিই
ভালোবাসা কি জৈবিক চাহিদার নিয়ম?
দিন-রাত্রি ভরপুর অন্ন
বস্ত্র, বাসস্থান, পাশাপাশি শুয়ে থাকা ঘুমহীন রাত?
ভালোবাসা কি সীমারেখা বেধে দেওয়া নিয়ম?
কতটা প্রয়োজন তুমি?
কতটা?
তোমার কথার বাইরে বেরুতে গেলেই
তোমার বেধে দেওয়া সীমা পেরুতে গেলেই
এক অদৃশ্য হাত
এক বোধ
কতবার গুটিয়ে নিয়েছি নিজেকে সে মহাজন জানে
তুমি দেখছোনা কিছুই তবু সেই পথেই হাঁটি, সেই পথেই
তোমার ছোট ছোট ভালোবাসা সযতনে রাখি
সব বন্ধুদের ছেড়েছি, দেখা হলে হায়-হ্যালো শেষ
খুব বদলে গেছি অজান্তেই
কতটা প্রয়োজন তুমি?
কতটা?
তুমি চোখের আড়াল হলেই
অন্ধকার নেমে আসে খুব সজোরে
তবে কি ভালোবাসা অভ্যাস সুনিপুণ
তুমিহীন পূর্ণ অচল