মার্গে অনন্য সম্মান সুমিতা চৌধুরী (সেরার সেরা)

অনন্য সৃষ্টি সাহিত্য পরিবার
সাপ্তাহিক প্রতিযোগিতা পর্ব – ৭৫
বিষয়- বন্ধু / গোলাপ / চুপকথা
কথার ফানুস
কতো কথা ছিল সাক্ষাতে-অসাক্ষাতে,
কতো কথা ছিল বলা- না বলায়।
আশা-নিরাশা, মান-অভিমান, ব্যথা,
হারিয়েছে সবই কালের অজুহাতে।
কথা দেওয়া-নেওয়া প্রতিশ্রুতির বন্যায়,
জীবনের রঙ কভু ফিকে, কভু গাঢ়।
দিনযাপনের টানাপোড়েনের তোড়ে,
কথার মান নিঃশব্দে হারায়।
ফেরেনি তো কেউ কথা রাখার টানে,
কালের স্রোতে সকলই গিয়েছে ভেসে।
দুকূলের মাঝে আছে ধূ ধূ বালুচর,
ভুলেছে সবাই কথা রাখার মানে।
কথা দেওয়া-নেওয়া আজ শুধুই এক খেলা,
বালুচরে তাসের ঘরের মতো।
তবুও যে জন আটকে থাকে নিজ কথায়,
জীবনের গতি তারে পরায় শুধু কথার মালা।
আজ সকলে পালন করে কথা রাখার উৎসব,
মেরুদণ্ডহীন কাঠামোয় সাজানো কথার বৈভব।।