T3 || আন্তর্জাতিক মাতৃভাষা দিবস || বিশেষ সংখ্যায় প্রদীপ গুপ্ত

১| আকাশ ছুঁয়েছে হাত
জন্ম তোমার হাতের মুঠোয় নয়
মরণে তবে করবে কিসের ভয়?
দীর্ঘজীবন কাটাতে পারো হেসে
পারবে কী জীবন অবহেলে দিতে দুখিনী ভাষা মা’কে ভালোবেসে?
ওরা যে পারে সেটা বলে দেয় একুশ ভোরের গান
সারা দুনিয়া নত হয় হেঁটে, আর ওড়ে ভাষা নিশান।
ওরা জেনেছিলো কিসে এনে দেবে মানুষের পরিচয়
মা’কে ভালোবেসে গেয়েছিলো গান,
জীবন অকুতোভয়।
রাজপথ শুধু এঁকে গেছে বুকে রক্তের আলপনা
আলপনা জানে ওরা সন্তান, ওরা ভাষাকে জেনেছে মা।
ক’টা নাম নয়, ক’টা প্রাণ নয়, নয় মিছে অভিমান
ওদের জন্য গৌরবে মাতে বাংলা মায়ের প্রাণ।
২| ওরা আকাশে তুলেছে ঝড়
আগামীকাল একুশে।
কারা যেন কী করেছিলো?
আমি সেসব জানি না।
আর সত্যি বলতে কি জানেন
জানার খুব একটা ইচ্ছেও নেই।
আরে মশাই প্রতিদিনই তো কতো মানুষ!
এই মানুষ কথাটাই আসল।
ওরা মানুষ ছিলেন,
কারণ মানুষদেরই তো সম্মানবোধ থাকে।
থাকে অপমানিত হওয়ার জ্বালা।
ওরা মানুষ, কারণ ওরা ওদের মায়ের ভাষাকে
মায়ের মর্যাদা দিয়ে —-
আমরা?
আমরাও মানুষ। কী বলেন?
কাল ছুটিতে সকালবেলা কফি শেষ করে বাজার।
হিলসা! চিকেন! মিট! লবস্টার! পাবদা!
সন্ধ্যার খাবারটা নাহয় অর্ডার দিয়েই —
ওরা বুকের রক্তে করেছে রক্ষা
বাংলা ভাষার মান
ওরা আকাশে তুলেছে ঝড়
গেয়েছে রক্ত আখরে গান —
” আমার ভাইয়ের রক্তে রাঙানো
একুশে ফেব্রুয়ারি —
আমি কি ভুলিতে পারি –“