ক্যাফে কাব্যে জলি ঘোষ

মেলে না দেখা আর
কোথায় গেল আজ পানকৌড়ি
কোথায় গেল শঙ্খচিল,
হারায় গেছে মাছরাঙা, বক
শুকায় গেছে যত বিল।
কোথায় গেল দোয়েল শ্যামা
কোথায় তোতা আর ময়না,
মিষ্টি সুরে ডাকতো আগে
এখন কথা তো কয় না।
বিলুপ্ত আজ তিতির, শকুন
পাই না দেখা ডোডো আর,
দেখি না আর চড়ুই টিয়ে
গাছেদেরও মুখটি ভার।
জল টইটুম্বুর নদীনালায়
থাকতো পুঁটি, খলসে, কই,
খালের জল সব শুকায় গেছে
মাছের দেখা নাই গো সই।
নগরায়ণ ঘটলো এমন
হারায় গেল সবুজ মাঠ,
সঙ্গী সাথীর পাই না দেখা
চুকলো যে সব খেলার পাঠ।
গাছপালা সব ধ্বংস করে
অট্টালিকা গড়ার কাজ,
বিত্তবান আর পুঁজিপতি
বাড়ায় চলে দূষণ আজ।