হৈচৈ কবিতায় আরিফা খাতুন

ভালোবাসার রূপরেখা

ভালোবাসার ছায়াপথে ,আকাবাঁকা বলিরেখা
আষ্টেপিষ্টে আঁকড়ে ধরে ।
কেউ পৌঁছায় সুখের সাগর
আর সুগন্ধি ফুলের নির্যাসের
অমরত্বের সন্ধানে জীবনের সাধনায়।
কারো জীবন ঠেকে যায়
নির্বাসিত আগুনের ফুলকি ধারায় ,
বয়ে যায় মরণত্বের আপসে
জীবন সংকীর্ণতার ডাকের সাড়ায়
সকল পরিহাসে বেঁচে থাকার আশ্বাসে ।

ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।