T3 || Valentine’s Day Special || সংখ্যায় অনিন্দিতা ভট্টাচার্য্য

ভালো – বাসা
দুই সমুদ্র পেরিয়ে তুমি আমি মিলবো
যেখানে ব্যঙ্গমা-ব্যঙ্গমী প্রেমের গল্প বলে
আমরাও আরেকবার নাহয় প্রেমের
পৃথিবীটা ঘুরে দেখবো,
অজানা এক পক্ষীরাজে..
হাতে হাত দিয়ে উড়বে পক্ষীরাজ
ঝড়ের গতিতে দুলবে হাওয়া
কিংবা মনেফাগুন
তখনও আমরা এমনই চির যৌবন থাকবো
সব ফাঁক এড়িয়ে একটা গোলাপ,
একটা গোলাপ তখনও গুঁজে দেবে আমার খোঁপায়।