T3 || Valentine’s Day Special || সংখ্যায় স্বাতী উকিল

এ কি তবে প্রেম..
হতেই পারো নদী, নিঃশব্দে বয়ে যাওয়া ছলাৎ ছলাৎ
পূর্ণিমার রাত হলই বা সাক্ষ্মী।
আমি না হয় করলাম অবগাহন, লাজুক মেঘের ছায়ায়…….
তোমার ঐ রাতপোশাকের উষ্মতা মেখে জড়িয়ে বলতেই পারি,,,’ভয় নেই আছি খুব কাছটিতে ‘
, ভালো থেকো , লেখা থাক একটি ঠিকানাই তোমার বুকের পাটাতন জুড়ে।
একি তবে প্রেম’…..
যদি বলি,
শব্দেরা আজ চাঁদের উষ্ণ আলিঙ্গনে, আমার উপোসী ঠোঁট তোমায় ছুঁয়ে,
উন্মুক্ত আকাশের বুকে, রচনা করে বাসর ঘর।
যেখানে তুমি আর আমি, হৃদয়ের গহীনে
খুঁজে নেব আমাদের আমিত্বকে।
পূর্ণতার শামিয়ানায় যে পটচিত্রের চক্ষুদান হলো সমাপন..
এও কি তবে প্রেম।
তবে……
উত্তাপে পুড়ে যাওয়া ঐ শরীর একটা সময় শান্ত নদী,
মধ্য চল্লিশে পরিণত,নতুন করে একটু একটু…..
শিশির ভেজা ফুল ফোঁটার অন্তহীন পথ চাওয়াতে।
এ তবে প্রেম…..