কবিতায় পদ্মা-যমুনা তে আশিকুজ্জামান আসাদ

আজো কী তুমি
আজো কী তুমি চিঠি পাঠাও রঙিন কোন খামে,
আজো কী ছলছল ঐ চোখের তারায় বৃষ্টি নামে,
আজো কী কারো স্নিগ্ধ পরশে তোমার কপাল ঘামে,
আজো কী কারো জন্য তোমার শত অভিমান জমে।
আজো কী তোমার পায়ে রিনিঝিনি সেই নুপূর বাঁজে,
আজো কী মনের ভেতর ভাবো কারো কথা সকাল-সাঁঝে।
আজো কী ভালোবাসার নীল জ্যোন্সায়, শুভ্র বাতাসে মেলো তোমার সুগন্ধি এলোচুল,
আজো কী খোঁপায় আগের মতোই তেমনি
বাঁধো রঙিন ফুল,
আজো কী আমায় তেমনি তুমি আগের মতোই ভাবো যা কিছু ছিল সব ভুল।
আজো কী বিমুগ্ধচিত্তে বালিশকোলে লুটিয়ে পড়ো স্মৃতিকাতর বিছানায়,
আজো কী মৃদ্যু হেসে দ্যাখো মুখ ঐ আয়নায়।
আজো কী আমায় বাসো ভালো মান- অভিমানে,
আজো কী তোল সুর আমার লেখা সেই গানে।।