কবিতায় পদ্মা-যমুনা তে আহমেত কামাল

মেঘলা হাওয়া – ১
ইচ্ছে ছিল সান্ত্বনা অাঁকব!
ছুঁয়ে দেয়ার
সন্ধ্যেটুকু নেমে গ্যাছে চৌহদ্দি ভিজিয়ে।
এখন আমি কী ক’রে লিখব
মেঘলা জীবন এই মেঘলা আবহাওয়ায়?
আহমেত
তুমি বরংচো, বাঘ লিখ। ওর পাশেই বসিয়ে দাও
ব্রিফকেস ভর্তি দুঃখ এবং
হরিণের ছায়া।
দেখবে, ত্রিমুখী সংঘর্ষে ঠিকই একদিন উড়বে
সান্ত্বনার পাখি-ওই
দূর পৃথিবীর আকাশে,থেমে,,,থেমে,,,।