প্রবাসী মেলবন্ধনে কল্লোল নন্দী (আটলান্টা) (পর্ব – ১৮)

দৈনন্দিন
সেদিন সন্ধায় মুরালি আর পার্থ পাড়ার মোড়ের চায়ের দোকানে বসে চা আর পেঁয়াজি খাচ্ছিল। পাশ দিয়ে এক হিন্দিভাষী প্রতিবেশী যেতে যেতে বলল, ক্যায়সে হো মুরালিজী?
মুরালি যেন একটু রেগেই বলল, কিস টাইপ কা জী বোলা মুঝকো?
লোকটা একটু থমতম খেয়ে কোন উত্তর না-দিয়েই ওখান থেকে চলে গেল।
পার্থও একটু অস্বস্তি বোধ করল। জিজ্ঞেস করল, এটার কি মানে হল?
মুরালি উত্তর দিল, ভারতে দুইরকমের জী হয়। একধরেনের জী – যাকে স্তব করা হয়, আরেকধরনের – যাকে ভুলে যাওয়া হয়।
পার্থ কিছু না-বুঝতে পেরে জিজ্ঞেস করল, মানে?
মুরালি বলল, খুব সহজ। উদাহরণ – গান্ধীজী আর নেতাজী।