কাব্যানুশীলনে রেজুয়ান সরদার

সূর্যোদয়
দেখেছি আমি প্রভাতে সূর্য যখন ওঠে
রঙিন ফুলেরা তখন খুব আনন্দেতে ফোটে,
রক্তাভ তার আভা যখন চারদিকে ছড়ায়
প্রকৃতি তখন মত্ত হয়ে জীবনের গান গায়।
একবার ছুঁয়ে দেখো মাটিকে উন্মুক্ত পায়ে
তাঁর স্নেহের পরশে শিহরণ জাগবে গায়ে,
তাঁর কোলে শুয়ে নত মস্তকে শুনো তার গান
মর্মস্পর্শী গানের সুরে জুড়াবে তোমার প্রাণ।
নতুন ঊষা জানিয়ে দেয় নবত্বের আহ্বান
তার সাথে ইঙ্গিত দেয় পুরোনোর অবসান,
ঊষা কালে রক্তাভ আলোয় নব জাগরণে
প্রকৃতির যে সাজসাজ ভাব নতুন আভরণে।
জমা আছে মনের যত রাগ আর অবসাদ
একেবারেই বিনাশ মনের সকল বিবাদ,
ঘুঁচবে যত জমা আছে মনের অশান্তির
প্রকৃতির কোলেই ঘুম হবে প্রবল প্রশান্তির।
নিজের সব অবসাদ যদি বিনাশ করতে চাও
অনতিবিলম্বেই তুমি প্রকৃতির কাছে যাও,
চেয়ে দেখো আশেপাশে কত সুন্দর এ ধরা
এহ জীবনেই সার্থক হবে তোমার বাঁচা-মরা।