ক্যাফে কাব্যে মঞ্জুশ্রী মণ্ডল

পরাগ সংযোগ সঙ্কটে
এ প্রান্ত থেকে ও প্রান্তে চলছে নগরায়ন,
নগরায়নের সাথে সাথে হচ্ছে শিল্পায়ন।
বন জঙ্গল চলছে কাটা হচ্ছে মাঠের শেষ,
নগরায়নের পটভূমি বাড়াচ্ছে তার রেশ।
উপকারী কীটপতঙ্গ হচ্ছে বিলুপ্ত তাই,
তারা ছাড়া কিছু ফসল পাবার উপায় নাই।
পটল চাষ এমনই এক কীটপতঙ্গের দাস,
ওরা ছাড়া এই চাষে হবেই সর্বনাশ।
মৌমাছি,প্রজাপতি পরাগ যোগ ঘটায়,
ওরা ছাড়া ঐ কাজে মানুষকে ছোটায়।
পুরুষ ফুল স্ত্রী ফুলের মিলন ঘটাতে হলে,
পটল চাষী নিজেই তখন মাঠের পানে চলে।
উপকারী পতঙ্গদের যার যেটা স্বভাব,
উৎখাত করলে তাদের দিচ্ছে তার জবাব।
চাষের কাজে পড়ছে তাই চাষী ক্ষতির মুখে
মাত্রাছাড়া নগরায়ন হচ্ছে যেমন সুখে।
উপকারী পতঙ্গ ছাড়া এই ক্ষতিটা ঘুচবে না,
চাষের ক্ষতি,চাষীর ক্ষতি নগরায়ন বুঝবে না।