সাতে পাঁচে কবিতায় বিদ্যুৎ রাজগুরু

লাজুক সূর্য
ঋতুচক্রে ফিরে আসে
ফেরারি বাতাস এলোচুলে
কনকনে শীতে কাঁপছে শরীর
সূর্য মুখ ঢাকে ছলে ৷
শীতের চাদরে মোড়া
দিগন্তে কুয়াশার ভোর
রোদের অভাবে
ভাঙেনি ঘুমঘোর৷
উষ্ণতা খুঁজি
ইতিউতি
হিমেল বাতাসের বুঝিনা
মতিগতি৷
উষ্ণতা মেখে
অভিমানী বায়ু যদি ফিরে
মেঘেদের দেশে
লাজুক সূর্য দেখাবে তখনি মুখ
পরম সুখে।
ধূম জ্বরে্
তোমাকে খুঁজি
নীলাভ শিখায় উলঙ্গ আধাঁর ঘামে
ঝাড়বাতি জাগে রাত পথের বাঁকে
লুম্পেন হামা দেয় হাভেলিতে
রাজার পোশাকে৷
ব্ল্যাকবোর্ডে বহুদিন লিখিনি কোনো কথা
সাদা চক আজ বড় বোকা৷
আচম্বিতে এক আকাশ মেঘ যদি ভেঙে পড়ে
মাঠে
ঘোলাজল নদী হয়ে চলে যাবে বেঁকে৷
ধূম জ্বরে তোমাকে খুঁজি আজও সারা রাত
তোমার চোখে চোখ রেখে দেখব বলে সুপ্রভাত৷