গদ্যানুশীলনে বসুধা বসু

দুর্ঘটনা

কেন জানি আজও রাস্তাটার পাশ দিয়ে চলে যাওয়ার সময় চোখ আটকে যায়।নিজের অজান্তেই চলে যাই সেই পুরোনো দিনে । কথায় বলে যা হয় তা ভালোর জন্যই হয় । অফিসের কাজ শেষ করে ফিরছিলাম বাড়ি । তুইও মা এর সাথে ছিলিস আমার সামনের সিটে । আমার দিকে তাকিয়ে হাসছিস । ব্রেক কষলো জোরে ।
ব্যাস্ যবনিকা আমাদের গল্পে ?? না । শুরু হল আরেক অধ্যায় ।
সেদিন বাস দুর্ঘটনার পর যখন নিজেকে একটু ধাতস্থ করছি ,দূরে তুই রক্তাক্ত অবস্থায় কাঁদছিস মা বলে । কিন্তু তোর মা আর বেঁচে ছিল না । হাসপাতাল এ যাওয়ার পর কেউ আসেনি দু দিন তোর খোঁজে । খবরের কাগজের বিজ্ঞাপন খোঁজ দিতে পারেনি তোর আসল পরিচয়ের । আমার হাত ধরে আসলি বাড়িতে ।
আজ তোর ইউপিএসসির রেজাল্ট ।
গাড়ী থেকে নামতেই পেছন থেকে জাপটে ধরে “মা আমি পেরেছি”।

ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।