মন্দিরকে পাশে রেখে
শুকনো কাঠের আঁটি মাথায়
ভানুমতী যায় অক্লেশে।
ইচ্ছেমতি কাজ শেখেনি ঘরে
পুকুরপাড়ে আঁটির বোঝা রেখে
রোজই স্নান করে।
মাঝপুকুরে লাল শালুক ফুল
ডুবসাঁতারে যায় কুঁচবরণ কন্যা
তার মেঘবরণ চুল।
মাঝপুকুরে কেউ নেই, ঘর না গ্রাম
একটি ফুল তোলে, দেয় জলে
ভানুমতীর সূর্য প্রণাম।