কবিতায় বলরুমে শর্মিলা ঘোষ

জরিমানা
চাঁদের বসত বাড়ি খুঁজতে ওরা নোটিশ জারি করেছে,
কলঙ্কের দাগ পোড়া মাটির মতো ছুঁয়ে আছে জ্যোৎস্না,
আমি আকাশের বুকে বিশ্বাস খুঁজি
জলভরা মেঘে সামিয়ানা।
আমার সব কাগজ আছে এলোমেলো যার অক্ষর ,
আমি জীবনের ভয় উড়িয়ে দিয়েছি
কবচ-কুন্ডলে মৃত্যু পরোয়ানা।
একদিন শান্ত পৃথিবীতে কুঠুরি থাকবে বেনামী
সীমান্তগুলো সীমানা বিহীন
মুকুব হবে বাঁচার জরিমানা।