সাতে পাঁচে কবিতায় সঙ্কর্ষণ ঘোষ
by
TechTouchTalk Admin
·
Published
· Updated
তীরেরা যা জানে
-আমি তো বাবা একলা মানুষ
হঠাৎ যে সব কিসের খেয়াল?
-পোনাম দাদু, বাঘের থাকা…
একাই শুধু। অনেক শেয়াল।
-পুজোর সময় ঢাকের আওয়াজ
তেমন করে বাজছেনা তো?
-কানের খবর নেওয়ান ম’শায়
ফুটোয় কিসুই যাচ্ছেনা তো।
-গানেই কানের সে যায় সে যায়
মন ভেজাবো চণ্ডীপাঠে।
-এসব মডান্ যুগের জিনিস…
ওজন বোঝেন? বাড়ায় ঠাটে?
-হায় অতিকায় এই ভীড়েতে
দেখবো মা’কে কেমন করে?
-কেস তো চাপের, লোক তো হবেই
থিমটা ব্যাপক… দাঁড়িয়ে পড়ে।
-বোধন, শোধন, পূজার্চনা
এসব বোধ’য় বড়োই হ্যাপার?
-মনের কথা সহজ করে…
মেটাই আসুন চাঁদার ব্যাপার।
-যা’হোক পোসাদ নেবেন দাদু
আলুর দম আর ড্রাম খিচুড়ির।
-দাম দেবো তো, এই তোলা আর
মায়ের নামে এই যে চুরির…
দুই প্রকারের দ্বন্দ্ব চলার অত্যাচারে
তাঁর কাঠামো একলা ভাসে পদ্মাপারে।