T3 || প্রভাত ফেরি || বিশেষ সংখ্যায় মৌসুমী ভৌমিক

প্রভাতকাকুর সাথে একবারই দেখা হয়েছিল, পটলডাঙ্গায় গিয়েছিলাম একবার। প্রথমবার হলেও এত আন্তরিকতা, সে স্মৃতি আজও জ্বলজ্বলে হয়ে আছে। মনে আছে সেদিন উনি বলেছিলেন “আমি যেকোনও সময় কবিতা লিখতে পারি, যেকোনও বিষয়ে লিখতে পারি।” কথাটা শুনে কিছুটা অবাকই হয়েছিলাম। পরে ওনার বই পড়ে, ওনার লেখা পড়ে বুঝতে পেরেছিলাম এরকম লেখা সবাই পারে না। বুঝেছিলাম কবিতার সাথে সখ্যতা তাঁর কতখানি।