T3 || প্রভাত ফেরি || বিশেষ সংখ্যায় অমল বসু

আমার প্রভাত চৌধুরী
নিরালম্ব অন্ধকার সূর্যের আদরে খানিক নীল
পৃথিবীর ছাদ
শব্দের ফুলকিরা সব কবিতার আশ্রয়ে নক্ষত্র
হৃদ্য অনুভবে পাখির নরম প্রাণ
উর্ধমুখী সিঁড়ির প্রান্তে আপন হয়ে ওঠা দূর
মহামারীর আগেও ছিল প্রতিদিনের মারী
চার কোণে দণ্ডি দিয়ে অভয় পটলডাঙা
প্রান্ত জীবন দেহাতি অহংকারে উজ্জ্বল
যত্নে লালিত প্রাণ ক্রমশ অঙ্কুরিত শস্যদানা
হৃদ্য চৈতন্যে সমবেত সৃষ্টি সেজে উঠেছিল
রুফটপ কবিতা বাগান
বাণিজ্যিক নগরীর মুখ ও মুখােশে অদল বদল
ঘৃণার দু-আঙুলে ছুঁড়ে দিয়ে ছিলে উপেক্ষা
আপন সাম্রাজ্যে সবুজ মনন ছুঁযেছিল দিগন্ত
শব্দের মা দুরন্ত উদভাস প্রাণের উৎসব
অধুনান্তিক চেতনার দলিল কবিতা পাক্ষিক
পৃথিবীর ছাদ বলে কিছু নেই
ঊর্ধবাহু চৈতন্যে গান গাই মানুষের দরবারে