মার্গে অনন্য সম্মান সুস্মিতা দত্ত মুখার্জী (সেরা)

অনন্য সৃষ্টি সাহিত্য পরিবার
সাপ্তাহিক প্রতিযোগিতা পর্ব – ৭০
বিষয় – চোরাবালি
দলদল
সময় ভুলিয়ে দেয় স্মৃতির নগ্ন পরিহাস
গাঁথা ফুলের মালা কাঁটা হয়ে ঝোলে,
ঘর আর বাজারের তফাৎ বিশেষ নেই
কুঁচি করে রাখা ছেঁড়া ভালোবাসার স্তুপ
সমস্ত স্মৃতির কাছে নগ্ন হয়ে বসেছি।
পাহাড় প্রমান নিস্তব্ধতার মুখে পাথর চাপা
অশ্রু নদীর মোহনা…
বুকের অন্ধকারে মায়ার জঞ্জাল
বন্ধ চোখের প্রশ্ন শিখর ছুঁয়েছে!
অসম্পূর্ণ বাসনা মিলিয়ে যাচ্ছে চোরাবালির দলদলে
এক একটা ভাঁজে খোলে জীবনের রহস্য,
খেয়াল রাখার মতো করে কেউ খেয়াল রাখেনা!
অলীক ইচ্ছেগুলোর দায় একান্তই নিজস্ব
তাই সৃষ্টি নিয়ে বেঁচে আছি মনের ওপারে।