কবিতায় শীতল বিশ্বাস
নতুন
নতুন কিছু করতে গেলে নব্য ধারাপাতে
নতুন নতুন নতুন কিছু অবাক কল্পনাতে
বাঁধতে থাকি গড়তে থাকি বিধৌততার তটে
মনের কোঠায় শব্দ গুলো অক্ষমতার পাঠে
নেতি-ইতি নানান কিছু জটিল ডালপালায়
পরিযায়ী নক্ষত্র ওড়ে আকাশ আঙিনায়
মাইল মাইল মনের মরু দিগন্তে বিলীন
নতুন সুরে নতুন গানে সপ্তার্চ্চিতে লীন