অ আ ক খ – র জুটিরা

এরম ভাবেই কেটে যায় হিমযুগ। সেই নদী অতিক্রান্ত করে চলে একের পর জীবনতরী। কি সুন্দর তাদের সাজগোজ, কি মনমুগ্ধকর বৈঠা। এই চাকচিক্যের তকমাই আবারও টেনে নেয় এক নতুন পথে। যেখানে হিসাবের খাতা বন্ধ করে হাতছানি দেয় আরও এক নতুনের সন্ধানে।
সেই হাতছানি যেন উপেক্ষা করা দায়। ভাবার আর করার ব্যবধানে কখন যে সেই বিশ্বস্ত হাত, হাতে হাত রেখে এগিয়ে যাবে সেই নতুন হাতছানির দিকে!
আরও মাইল মাইল হিসেবের মিলনে..