কবিতা সিরিজে তুলসী কর্মকার

মিশ্রণ
ফুলসজ্জা হয়
সাজানো হয় খাট
রজনীগন্ধা ছড়িয়ে ছিটিয়ে
সুহাস জানতে চায়
বিছানা জুড়ে
প্রশ্নের সূচক উত্তর হয়ে যায়…..
ঘনিষ্ঠ
বিয়ের দিন ঠিক হলে আখলাক উন্নীত হয়
কলঘর কিছুটা একাকী বৈঠক
মাঠ ঘাট পরিষ্কার
সন্তর্পণ সাপ ধরতে চায়….
দাবানল
বসন্ত দাঁড়িয়ে আছে
স্বপ্নকে রাত দিয়ে ভাগ করি
গাছ নড়ে
দোষ হয়
সংক্রমণ ছড়িয়ে পড়ে…..
ভগ্নাংশ
টুপি খুলে ঢাকা তুলে ঢুকে যায়
ভুজুংভাজুং খলবল
যোগ বিয়োগ গুণ ভাগ শেষে
ভগ্ন অংশ নগ্ন রূপ লয়