কবিতায় চিরঞ্জীব হালদার

ছড়া
পুঁচকে মেয়ে কুঁচকে থাকে
সূঁচকে বলে ঝাঁটা
কুল গাছকে ভুল করে সে
বলবে সজনে ডাঁটা।
পাঁকাল মাছের কাঁকাল সোজা
শাঁকালু খায় রোজ
পায়ে মাফলার মাথায় মোজা
অবস্থাটা বোঝ।
বোঝার আছে লোচা অনেক
মোচার ঘন্ট রেঁধে
পাসপোর্ট টা আটকে আছে
ছুটতে হবে গেদে।
তোমার নামে বোমার কেসে
ফেসে আছে হোমার
দোদোমা নয় তুবড়ি দেখে
মনটা রঙীন সোমার।
কম কথা নয় দম যে ঠাসা
দমের ঘরে শনি
যেভাবে হোক জানবেই লোক
থাকলে মাথার মণি।