সম্পাদকীয়

শীতকাল
এই ভোরের আজানের সাথে
খামোখাই ঠাণ্ডা হাওয়ায়
ভিজে ভিজে ডাকাডাকি আজও?
পাটালিগুড় আর মোয়ার মিষ্টিমুখ
সরিয়ে রাখি তো
মহামারী পাল্টে দিচ্ছে সব
কাকে কাকে ছোঁয়া যাবে
অথবা কতটা
উষ্ণতা ছড়িয়ে পড়া
কোনায় কোনায়
কেনই বা ডাক দেয় ঘুমের ভেতর
কড়াইশুঁটির পুর পালং সবুজ
পেটুক নেহাৎ সব
আদরের লোভ
কোথায় চাইছে হাত অথবা নিঃশ্বাস
যতক্ষণ প্রাণ আছে
গান আছে ভালোবাসা আছে
আলতো আঙুল রাখি
অক্ষরের ঠোঁট আর ঘুম মাখা চোখে।
মাথা রাখি পিঠের গরমে
ভালো থেকো শীতকাল।
সোনালি