এ কাহিনী আমার জীবনের একটি দুঃখময় অধ্যায় ; ২০১২ সালের একটি কষ্টকর অসুস্থতার কথা , যেটিকে আজ দশ বছর পর খেলার ছলে হাসিমুখে দেখার চেষ্টা করেছি।
আমি যুক্তরাজ্যের সরকারী চিকিৎসা ব্যাবস্থার সাথে বিগত আঠারো বছর যুক্ত থাকার জন্য এন এইচ এস (ন্যাশনাল হেল্থ সিস্টেম) কে দাঁড়িয়ে দেখতে অভ্যস্ত। সমব্যথীরা বুঝবেন যে এন এইচ এস এর শ্রমিককুলভুক্ত “বনলতা” এবং তাঁদের “এডমায়ারার” দের “মুখোমুখি” কেন কোনো রকম “বসিবার” ই অবকাশ বিশেষ থাকে না । প্রায় পাঁচ মাস ধরাশায়ী অবস্থায় অবলোকনের ফলস্বরূপ আমার ফিল্ড অফ ভিশন প্রভূত ভাবে বৃদ্ধি পেয়েছে ।
এরই কিছু টুকরো অভিজ্ঞতা বন্ধুদের সাথে ভাগ করে নেবার জন্যই এই লেখা।