কবিতা সিরিজে তুলসী কর্মকার
by
TechTouchTalk Admin
·
মোড়
যাপন ছুটছে চলনের হাত ধরে
মাঝে মাঝেই বাঁক
বিবেক বিদ্ধ প্লটে বাঁক নিচ্ছে চলন
জঞ্জাল আটকে বৈঠকখানা বা নিরুপায় ঘোর
পিছনে যাবার উপায় নেই
মুহূর্তের প্রতিটি অঙ্ক সঠিক
চলন জীবন হতে চায়
কাজে লাগে অথবা লবনাক্ত হয়
স্মৃতি
তখন ছিলে অনেক ছোট, মনে আছে কৃতরাজ?
দিন দুপুরে গোয়ের ঘরে, ছিলনা কোনও লাজ।
ফিসফিসিয়ে কানে আমার, ভরতে আজব যাদু।
ছোঁয়া পেলেই হড়বড়িয়ে, নামতে থাকত মধু।
মিষ্টি যেসব ইচ্ছে সেসব, লুকানো কথাটি থাক।
বলতে গেলে অবাক লাগে, শরমটি পুড়ে খাক।
হয়েছে বিয়ে কুলীন গৃহে, শিখেছি অনেক সাজ।
জীবন রণের উত্তরণে, নিমগল্পটি বিরাজ।
ঝরাপাতা
বসন্ত আসছে, ছাল বাকল পাতা ঝরে পড়বে
আকাশ সমুদ্র, একে অপরকে লেহন করবে
প্রেম জমলেই, রমন হবে গর্ভে জন্মাবে মেঘ
নদী তন্দ্রাচ্ছন্ন, শান্ত জলে মুখ ধুয়ে যাবে চাঁদ
রাশি রাশি বালি, বুকে লেপটে কাশের মৃতদেহ
হাতিরা চলবে, পর্যাপ্ত পানীয় ও খাদ্যের খোঁজে
কোকিল গাইবে, একই সুরে অনবরত কুহু
ইচ্ছের আঙ্গিক, সোহাগে ঝরবে অঙ্কুরোদ্গম
প্রেম
১
কাস্তে হয়েও তুমি
কাটলে কালিমা
স্নিগ্ধ আদল হল
মাখালে পূর্ণিমা
২
আমি তখন রঙ্গিন পুরুষ
অনেক চাহিদা
ক্ষয় তোমায় করল কড়াই
হলে অমাবস্যা