মার্গে অনন্য সম্মান জয়েশ নাথ (সর্বোত্তম)

অনন্য সৃষ্টি সাহিত্য পরিবার
সাপ্তাহিক প্রতিযোগিতা পর্ব – ৬৯
বিষয় – শহীদ ক্ষুদিরাম
বিপ্লবী ক্ষুদিরামের চরণে
কবি সুকান্ত চান এদেশের বুকে,
আঠারো আসলে নেমে দাঁড়াবেই রুখে;
ঠিক যেমনটি ক্ষুদিরাম বসু ছিলেন,
অকালে শহীদ তরতাজা প্রাণ দিলেন;
ক্ষুদের বদলে শৈশবে হ’ন বিক্রী ,
যৌবনে ফাঁসি দিলো অবৈধ ডিক্রী;
মুক্ত বাতাস কিনতে চাইলেন যিনি,
এমন সোনার ছেলেকে ক’জন চিনি?
একরোখা আর ডানপিটে ছিলো কায়া,
কোঁকড়ানো চুল মুখে অনাবিল মায়া;
কৈশোরে শুধু বিপ্লব বাঁচে বুকে,
কামনা বিলেতি বণিক কাঁদবে দুখে;
মাতৃভূমিকে ঘিরেছে পিশাচ যক্ষা,
শপথ নিলেন করতেই হবে রক্ষা;
দুর্দম স্বপ্ন ভরেছে তাঁর দু’চোখে,
কোন সে শক্তি আছে যে যুবাকে রোখে;
ছুঁড়ে দেওয়া বোমা মারেনি কশাই শাসক,
সেই অপরাধই অন্তিমে তাঁর নাশক;
মেকি আদালত মানেনি সে কচি বয়স,
চরম দণ্ডটি শুনেও শরীর অয়স;
ফাঁসের দড়িতে মোম কেন আছে লেগে?
অনায়াসে করা প্রশ্ন ছুটেছে বেগে;
বোমা বানানোর কৌশল শেখাতে রাজি,
যদি দয়া করে অনুমতি দেন কাজী;
শহীদ হলেন ষড়রিপু জয় করে,
নয়নের জল শুকিয়েছে ভয়ে মরে;
তখনও অদেখা এতো বলিষ্ঠ হৃদয়,
কোনও মা কাঁদেনি কারণ কি সব নিদয়?
নিষ্পাপ হাসি আঁকড়ে গেলেন চলে,
মাসীর কাছে আবার ফিরবেন বলে;
প্রথম ঝরলো রক্ত মায়ের জন্য,
প্রণমি হে বীর করেছো মোদের ধন্য।